শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeরাজনীতিরাজশাহী ছাত্রলীগের সভাপতি বহিষ্কার, সা.সম্পাদককে অব্যাহতি

রাজশাহী ছাত্রলীগের সভাপতি বহিষ্কার, সা.সম্পাদককে অব্যাহতি

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে সংগঠন থেকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। একইসঙ্গে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে নৈতিক স্খলনজনিত কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। তার বিরুদ্ধে বিএনপি-জামাত সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

একইসঙ্গে, বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

এতে আরও বলা হয়, তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগ স্বাক্ষরিত বাগমারা উপজেলা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে। রাজশাহী জেলা শাখার সব নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments