শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeজাতীয়রাজধানীতে আধা ঘণ্টার মধ্যেই ২ বাসে আগুন

রাজধানীতে আধা ঘণ্টার মধ্যেই ২ বাসে আগুন

রাজধানীতে সন্ধ্যার পরে আধা ঘণ্টার মধ্যেই দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে বনানী এলাকায় সবশেষ আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহনের একটি বাসে আগুন লাগার খবরে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments