রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeলাইফ স্টাইলরঙের ভুবন – আপনার ব্যক্তিত্বে রঙের প্রভাব

রঙের ভুবন – আপনার ব্যক্তিত্বে রঙের প্রভাব

রঙের ভুবন – আপনার ব্যক্তিত্বে রঙের প্রভাব

রঙ… যদি আমাদের চারপাশ টা  রঙহীন হতো ! কেমন হতো বলুন তো ? আপনি জানেন কি এই রঙ আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলছে? কখনো কি জানতে ইচ্ছা করে কি বলে আপনার প্রিয় রঙ আপনার সম্পর্কে? অবাক হচ্ছেন তাই তো ! আসুন আজ জেনে নেই রঙ নিয়ে এমনই কিছু অজানা কথা রঙের ভুবন – আপনার ব্যক্তিত্বে রঙের প্রভাব!

রঙ

নীল: নীল রঙ কে ধরা হয় প্রশান্তির রঙ হিসেবে । আর তাই হাসপাতাল এ বেশিরভাগ সময় নীল রঙ ব্যাবহার করা হয়। খাবার ঘরের রং নীল হলে শরীরের ওজন কমে। এজন্য গবেষণায় দেখা গেছে যারা নীল রং পছন্দ করেন, তাদের ওজন তুলনামূলক কম থাকে।তাছাড়া বাইরের দেশ গুলোতে নীল মানে Masculine. যখন কেউ নীল পরে তার মানে সে dependable, responsible, High quality & reliable.

গোলাপি: মস্তিষ্কে প্রভাব ফেলে। বিরক্তি ও রাগ কমাতে এই রংয়ের ভূমিকা অনন্য। যাদের পোশাকের মধ্যে গোলাপির প্রধান্য থাকে, তারা অন্যদের কাছে তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে থাকেন। Sincerity র প্রতিক হিসেবেও গোলাপি রঙ ব্যাবহার হয়ে আসছে ।

লাল: লাল রঙের সাহায্যে একজন নারী পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। লালের প্রকোপ বেশি এমন পোশাক পরা নারীকে পুরুষরা বেশি পছন্দ করবে।এছাড়াও লাল মানে danger. আর তাই খেলোয়াড় দের মাঝে মাঝে মুখে লাল রঙ করতে দেখা যায় তাদের প্রতিপক্ষ কে বিভ্রান্ত করার জন্য ।তাই Excitement, Negative Issues আর Love বলতে লাল থেকে ভাল আর কোন নেই ।

হলুদ: মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে, কারণ হলুদ রং মস্তিষ্ককে জাগ্রত করে।এছারাও  Jealousy, Competence, Happiness কে বুঝাতে হলুদ রঙ কেই বোঝানো হয় ।

সবুজ: মস্তিষ্ক শান্ত রাখতে সবুজের বিকল্প নেই। এজন্যই টিভি স্টুডিওগুলোতে ‘গ্রিনরুম’ নামে একটি ঘর থাকে। অনুষ্ঠানের আগে শিল্পীরা সেখানে বসে মস্তিষ্ককে সুস্থির করে নেন। মস্তিষ্কের প্রশান্তির জন্য সবুজের বিকল্প নেই।একে প্রকৃতির রঙ ও বলা হয়।

সাদা: সাদা শুদ্ধতা ও বিশ্বাসের প্রতীক। প্রভাবের ক্ষেত্রেও তাই। সাদা পোশাক পরা মানুষকে আমরা ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখি। তাই তো নার্স ও চিকিৎসকরা সাদা পোশাক পরেন । Purity and Innocence বোঝাতে এখন  অনেকে ঘরের রং সাদা করেন ।

কালো: এটি অস্থিরকাতর প্রতীক। গবেষণায় দেখা গেছে, কালো পোশাক পরা লোক বেশি মারমুখী হয়।আর তাই ত কাল কে বলা হয় symbol of Fear.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments