বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
spot_img
Homeজাতীয়যে কারণে নির্ধারিত সময়ের আগেই বিএনপির সমাবেশ শুরু হয়েছে

যে কারণে নির্ধারিত সময়ের আগেই বিএনপির সমাবেশ শুরু হয়েছে

ময়মনসিংহে বিএনপির সমাবেশ নির্বারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘণ্টাখানেক আগেই সমাবেশস্থল পলিটেকনিক ছাত্রাবাস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়।

এর আগে সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পলিটেকনিক মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা। তাদের আগমনে দুপুর ১২টার মধ্যেই পূর্ণ হয়ে যায় সমাবেশের মাঠ। পরে কেন্দ্রীয় নেতাদের সম্মতিক্রমে দুপুর ২টার আগেই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর ঘোষণা দেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য দেবেন- স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। পূর্ব নির্ধারিত সমাবেশ সফল করতে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

ABUL HOSAIN on BMTF Job Circular 2022