ঘুরাঘুরি কে না পছন্দ করে ? আমরা সবাই পছন্দ করি। কিন্তু ব্যস্তজীবনে বড় ধরনের ছুটি কিংবা খন্ডকালীন ছুটি পাওয়া যেন সোনার হরিণ দেখা পাওয়ার সমান। এই যান্ত্রিক জীবনে কর্মময় ইট-পাথরের শহরে একটানা ছুটি পাওয়া বেশ বড়ই কঠিন। আবার ছুটি পেলেও অনেকেই চায় যে তারা যেন একটু নিরিবিলি শান্ত এবং কোলাহলমুক্ত পরিবেশে ছুটি আনন্দময় ভাবে কাটানোর জন্য।
তাই কাজের চাপ কিংবা ব্যস্ততার মধ্য থেকে নিজের জন্য কিছু সময় কিভাবে বের করে রাখা যায় তা নোট করে রাখুন এবং সময়কে যথাযথ ভাবে ব্যবহার করুন। মনে রাখবেন ঘুরাঘুরির সময় যদি আপনি আপনার সময়কে যথাযথ ভাবে ব্যবহার করতে পারেন তাহলেই আপনি জীবনে অতি সহজেই সাফল্য অর্জন করতে পারবেন।
*** ভ্রমন নিজেকে জানার অন্যতম উপায়।
*** ভ্রমন হলো নিজের চোখের শান্তি।
*** ভ্রমন মানুষকে বিনয়ী করে তুলে।
*** ভ্রমন মানুষকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে।
*** ভ্রমন করার জন্য ধনী হবার প্রয়োজন নেই।
*** ভ্রমনের জন্য বিনিয়োগ হচ্ছে নিজের জন্য বিনিয়োগ।
*** ভ্রমন হলো আপনার জীবনের আবেগময় স্মৃতি।
*** ভ্রমন ছাড়া মেধা বিকাশ সম্ভব নয়।
লেখায়ঃ কাব্যিক আব্দুল আজিজ