বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
spot_img

বেহায়া মন-২

  • শিল্পীঃ পাওয়া যায় নি
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি

ও তুই, যতই জ্বালা….
যতই জ্বালা দিস রে কালা
যতই জ্বালা দিস রে কালা,
ততই বাড়ে প্রেমও স্বাদ
তোর লাইগা….. বেহায়া মনটা,
করে রে উৎপাত।
শোন বলি রে, প্রান-নাথ
তোর লাইগা… বেহায়া মনটা,
করে রে উৎপাত। আমার..
শোন বলি রে, প্রান-নাথ,
তোর লাইগা বেহায়া মনটা,
করে রে উৎপাত।
(বেহায়া মন আমার.., বেহায়া মন…)
ও তুই, যতই জ্বালা দিস রে কালা
ও তুই, যতই জ্বালা দিস রে কালা
ততই বড়ে প্রেমও স্বাদ
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
আমি শোন বলি গো, প্রান-নাথ
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত
ও তুই, যত ব্যাথা..
(বেহায়া মন আমার.., বেহায়া মন…)
দিয়েছিস নিঠুর…
ব্যাথার পরিবর্তে আমার লেগেছে মধুর রে বন্ধু, লেগেছে মধুর..
ও তুই, যত ব্যাথা..
দিয়েছিস নিঠুর
ব্যাথার পরিবর্তে সেথা, লেগেছে মধুর। রে আমার, লেগেছে মধুর।
যেমন, প্রভূর দ্বার ছাড়ে না কুকুর
প্রভূর দ্বার ছাড়ে না কুকুর, যতই করুক বেত্রাঘাত।
তোর লাইগা…
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
শোন বলি রে, প্রান-নাথ
তোর লাইগা বে…
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
ও তুই, যতই জ্বালা দিস রে কালা
ও তুই, যতই জ্বালা দিস রে কালা
ততই বড়ে প্রেমও স্বাদ
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
আমি শোন বলি গো, প্রান-নাথ
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
বেহায়া মনটা লইয়া

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

ABUL HOSAIN on BMTF Job Circular 2022