শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeবাংলা গানের কথাবৃষ্টি ঝরে যায় দুচোখে গোপনে

বৃষ্টি ঝরে যায় দুচোখে গোপনে

বৃষ্টি ঝরে যায় দুচোখে গোপনে

 তাওসিফ

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতেতোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা

তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments