প্রচ্ছদ

বাংলাদেশ থেকে ওষুধ কিনবে ফিলিপাইন

ধূমকেতু রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ফিলিপাইন বাংলাদেশ থেকেওষুধ ক্রয় করতে আগ্রহী।
এ মুহুর্তে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যেরওষুধ রপ্তানি হলেও এ ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

ফিলিপাইন বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, এগ্রো ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্পেশাল ইকনোমিক জোনে ফিলিপাইন বিনিয়োগ করবে।

মন্ত্রী বুধবার ( ২৩ জানুয়ারি ) বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় ফিলিপাইনের রাষ্ট্রদূত Vicente Vivencio T. Bandillo এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদেরকে এ সব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ফিলিপাইনের প্রতি আহবান জানানো হলে রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহের কথা প্রকাশ করেন।

আগামী দিনগুলোতে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন। বাণিজ্যসচিব মোঃ মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *