প্রচ্ছদ

প্যারিসে শহীদ মিনারে জাতীয় প্রেস ক্লাব সভাপতির শ্রদ্ধা

ফ্রান্সের রাজধানী প্যারিসে নবনির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

রোববার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশন সিকানু বাঙালির প্রধান উপদেষ্টা ও আয়বার মহাসচিব, প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শারফুল আলম, এনটিভির সিনিয়র রিপোর্টার হাসানুল শাওন, বাচসাসের সভাপতি ও চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা রাজু আলীম।

এ ছাড়াও ফ্রান্সে কর্মরত সাংবাদিক এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, এম আই বি টেলিভিশনের সিইও ফয়সাল আহমদ দ্বীপ, এসএ টিভির ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, আরটিভির ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মীয়বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলী হোসেন, একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ওবায়দুল্লাহ রিয়াদ।

উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্যারিসে শহীদ মিনার উদ্বোধনের পর বাংলাদেশ থেকে আগত প্রথম মিডিয়া ব্যক্তিত্ব যার নেতৃত্বে প্রথম শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

চলতি বছরের ৮ অক্টোবর বেলা ১১টায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনার শুভ উদ্বোধন করা হয়। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের প্রেরিত বাণী পাঠ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট ডেনিস প্যারিসের মেয়র মাতিউ হানোতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *