রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeলাইফ স্টাইলপার্লারে যাওয়া হচ্ছে না

পার্লারে যাওয়া হচ্ছে না

পার্লারে যাওয়া হচ্ছে না

ঈদের অনেকেই পার্লারে গিয়ে মেহেদী পরার সুযোগ পান না। আবার অনেকেই পার্লারে ভারী মেহেদীর ডিজাইন পছন্দও করেন না। কিন্ত তাই বলে কি ঈদের এই উৎসবে মেহেদী পরা হবে না?

নিশ্চয়ই হবে। যারা খুব কম ঝামেলায় স্টাইলিশ ডিজাইনের মেহেদী পরতে চান হাতে, তাঁরা দেখে নিতে পারেন এই ভিডিওটি।

সাধারণত মেহেদীর ডিজাইনের ভিদিওগুলো এত দ্রুত চলতে থাকে যে কীভাবে ডিজাইনটি করা হবে তা স্পষ্ট বোঝা যায় না। কিন্ত এই ভিডিওটি ব্যতিক্রম।

এখানে আপনি খুব আস্তে ধীরে মনযোগ সহকারে দেখে নিতে পারবেন পুরো ডিজাইনটি। এবং ডিজাইনটি এত সহজ যে নিজের হাতে করে ফেলে পারবেন নিজেই।

অল্প পরিশ্রমে আকর্ষণীয় মেহেদীর এই ডিজাইনটি যে কোন বয়সের নারীর সাথেই মানিয়ে যাবে চমৎকার।

শাড়ি বা সালোয়ার কামিজের সাথে যেমন ভালো লাগবে, তেমনই ভালো লাগবে পশ্চিমা পোশাকের সাথেও।

বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments