বুধবার, জুন ৭, ২০২৩
spot_img
Homeপ্রচ্ছদপদ্মাপাড়ে এক মঞ্চে

পদ্মাপাড়ে এক মঞ্চে

ইজাজ খান বললেন, ‘সংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে এবারের আসর। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন প্রত্যেকে ৬ মিনিট করে গাইবেন। তবে পরিবেশনায় কী থাকছে, আপাতত বলতে চাইছি না। এই দুই মহাতারকা আমাদের আয়োজনে অংশ নিতে সম্মতি জানানোয় আমরাও ভীষণ আনন্দিত ও সম্মানিত।’

এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড কে উপস্থাপনা করছেন, এ মুহূর্তে জানাতে চাইছেন না আয়োজকেরা। এবারের আয়োজনে আরও গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, ইমরান, কোনাল এবং চ্যানেল আইয়ের বিভিন্ন সময়ের রিয়্যালিটি শো সেরাকণ্ঠ, খুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গায়েনের শিল্পীরা। চার ঘণ্টার এই আয়োজনে চলচ্চিত্রের শিল্পীরাও বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন

আয়োজক সূত্র জানিয়েছে, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এটি ১৭তম আয়োজন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই আয়োজনের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, সেখানে সংগীতের ৫০ জন খ্যাতনামা ব্যক্তিকে সম্মানিত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

ABUL HOSAIN on BMTF Job Circular 2022