শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeত্বকের যত্ননরম ও কোমল ত্বক পেতে

নরম ও কোমল ত্বক পেতে

খসখসে, বিবর্ণ, একদম রুক্ষ্ম ত্বক আপনার? অনেক দামী দামী ক্রিম আর সাবান ব্যবহার করেও এই খসখসে ত্বককে করে তুলতে পারছেন না নরম ও কোমল? ঠিক আছে, তাহলে এখন থেকে চেষ্টা করে দেখুন এই কৌশলটি। হ্যাঁ, আমরা আজ আপনার জন্যই নিয়ে এসেছি রুক্ষ্ম ত্বককে কোমল করে তোলার এক অনন্য কৌশল যা আপনাকে করতে হবে রাতে ঘুমানোর আগে। আর সকালে উঠে পাবেন নরম, মোলায়েম ত্বক!

নরম ও কোমল ত্বক পেতে

কী করবেন?
– প্রথমেই মুখটাকে ধুয়ে নেবেম কোন ভালো ফেসওয়াশ দিয়ে। এমন কোন ফেসওয়াশ যা আপনার ত্বকের কোমলতা কেড়ে না নিয়েই ভেতর থেকে পরিষ্কার করে তুলবে।
– মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। তোয়ালে দিয়ে ডলবেন না। আলতো করে চেপে চেপে মুখ মুছে নিন।
– এরপর মুখ ফ্যানের বাতাসের নিয়ে শুকিয়ে নিন।
 – মুখ ধোয়ার পর কী করেন? নিশ্চয়ই ক্রিম মাখেন! কিন্তু আজ আমরা ক্রিম মাখব না। খসখসে ত্বককে দূরে ঠেলে নরম ও মোলায়েম ত্বক পেতে রাতের বেলা মুখে মাখুন মাখন!
– হ্যাঁ, মাখন। চিনি ও লবণ ছাড়া মাখনকে আগেই ফ্রিজ থেকে বের করে রাখুন। মাখন কক্ষ তাপমাত্রায় চলে এলে অল্প একটু মাখুন হাতে নিয়ে দুই হাতের তালুতে ঘষুন। তারপর মুখে ভালো করে ম্যাসাজ করে করে মাখুন।
– মাখন মাখার পর আর মুখ ধোবেন না। আর এই মাখন ব্যবহারের কোন পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
– ত্বককে সময় দিন মাখন শুষে নিতে, তারপর ঘুমাতে যায়। মাখন ব্যবহারের পর কোন ক্রিম বা অন্য কিছু ব্যবহার করবেন না।
– হাত বা পায়ের ত্বক মোলায়েম করতেও ব্যবহার করতে পারেন এই পদ্ধতি!
টিপস –
– ভালো কোম্পানির মাখন ব্যবহার করুন। ঘরে তৈরি মাখন ব্যবহার করতে পারলে আরও ভালো।
– ভুল করেও মাখনের বদলে ঘি ব্যবহার করবেন না।
– মাখন ব্যবহার করতে না চাইলে অলিভ অয়েল বা নারিকেল তেল মাখুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments