শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeজাতীয়দূতাবাসের ৯ কর্মকর্তাসহ উপসচিব হলেন ২৪০ জন

দূতাবাসের ৯ কর্মকর্তাসহ উপসচিব হলেন ২৪০ জন

অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের পর এবার উপসচিব হলেন জনপ্রশাসনের ২৪০ কর্মকর্তা।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ জন কর্মকর্তা রয়েছেন। তারা রেওয়াজ অনুযায়ী ওএসডি হয়েছেন। পরবর্তী আদেশে তাদের পদায়ন করা হবে। বর্তমান সরকারের শেষ পর্যায়ে প্রশাসনে বড় ধরনের এ পদোন্নতি দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মতো। পদোন্নতি দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা পদের চেয়ে বেড়েছে।

গত সরকারের আমলে পদোন্নতি পাওয়া দুই হাজার ৫২৮ কর্মকর্তার মধ্যে সচিব পদে ৭৮ জন, অতিরিক্ত সচিব পদে ২৯৩, যুগ্ম সচিব পদে এক হাজার ৯১ এবং উপসচিব হিসাবে ১ হাজার ৬৬ জন পদোন্নতি পান।

২০০৯-১৪ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments