ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কার্যকরী ফেসপ্যাক
প্রাকৃতিক উপায়ে দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সবচাইতে সহজ এবং সহজলভ্য উপায়টি। সবচাইতে দারুণ ব্যাপার হচ্ছে এই প্রাকৃতিক ফেস প্যাকটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
যা যা লাগবে
– ১ টেবিল চামচ বেসন
– ১ চা চামচ শসা বাটা
– ১ টেবিল চামচ গাজর বাটা
– ১ চা চামচ মধু
– ১ চা চামচ দুধ
পদ্ধতি ও ব্যবহারবিধি
- – প্রথমেই শসা ও গাজর ভালো করে কুচিয়ে ছেঁচে নিন। এরপর সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে মসৃণ পেস্টের মতো তৈরি করে নিন।
- – প্রয়োজন অনুযায়ী উপকরণের পরিমাণ কম বেশী হতে পারে। আপনি নিজের মতো করে সমান অনুপাতে উপকরণ নিতে পারেন।
- – এরপর এই পেস্টটি ত্বকে লাগিয়ে নিন। শুধু মুখের ত্বকে নয় ঘাড়, গলা, হাত ও পায়ের ত্বকেও ব্যবহার করতে পারেন এই প্যাকটি।
- – ১৫ মিনিট এই প্যাকটি ত্বকে লাগিয়ে রিলাক্স করুন।
- – এরপর ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে নিন ভালো করে।
- – চাইলে একটি বরফের টুকরো নিয়ে ত্বক ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন এরপরে।
- – ত্বকের উজ্জ্বলতা নিজেই টের পাবেন এই প্যাকটি নিয়মিত ব্যবহারের পর।