শুক্রবার, জুন ২, ২০২৩
spot_img
Homeবাংলা গানের কথাতুমি যে আমার কবিতা Lyrics

তুমি যে আমার কবিতা Lyrics

Title : Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)
Artist : সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী

 Download : Tumi Je Amar Kobita

তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।
তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি।।
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথের বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি।।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

ABUL HOSAIN on BMTF Job Circular 2022