রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeস্বাস্থ্যডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক : তাজুল ইসলাম

ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক : তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকতে হবে। ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কোনো আশঙ্কা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকতে হবে। যদিও গতবারের চেয়ে এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে আক্রান্ত এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে অভিযান চলছে। কারণ, ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সবার অংশগ্রহণেই দেশের উন্নয়ন হচ্ছে। কেউ কোথাও থেকে তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে দেশের উন্নয়ন করেননি। সুযোগ-সুবিধাগুলো উন্মুক্ত করার ফলে আজ আমরা অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।

মন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় অনেক বেড়েছে। আগে দারিদ্রতার কারণে অনেকে খেতে পেত না। বর্তমানে দেশে ওই পরিস্থিতি নেই। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে, কিন্তু উন্নতিও হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান প্রমু

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments