রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন

ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন

ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন

সবাই চায় নিজের চেহারা সুন্দর করতে আর এর জন্য নানান ধরনের ক্রিম ও ব্যবহার করে থাকি আর তাতে চেহারা ফর্সা না করতে পেরে আফসোস করি। এখন আর  আফসোসই নয়, অনেকে তো রঙ চঙে রঙ ফরসাকারি ক্রিমের বিজ্ঞাপন দেখে সেই ক্রিম কিনে মুখে লাগান। আর এতে লাভ  হয় কতখানি, তা একবারও ভেবে কি? কিছুটা হয়তো পরিবর্তন নজরে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব  বিজ্ঞাপনের ক্রিম কনো কাজে আসে না টাকা জলে ফেলা ছাড়া।

বিভিন্ন ধরণের ফেস প্যাক রয়েছে ত্বকের রঙ উজ্জ্বল করার জন্য। কিন্তু অনেকেই ফেস প্যাকের চাইতে ক্রিমের প্রতিই ভরসা বেশি করেন। আর এর জন্য আজকে আপনাদের জন্য রইল একটি রঙ উজ্জ্বলকারী ক্রিম যা সম্পূর্ণ ক্যামিকেল মুক্ত এবং বেশ কার্যকরী। বেশ সহজেই ঘরে তৈরি করতে পারবেন এই পেস্টটি।

ঘরেই বসেই তৈরি করুন রঙ উজ্জ্বলকারী এই ক্রিম-

ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন
ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন



উপাদানঃ

দেড় কাপ ঘরে তৈরি চিনি ছাড়া দই
৩/৪ টি কাঠ বাদা

দুই টেবিল চামচ লেবুর রস
দই টেবিল চামচ মধু
এক চিমটি হলুদ গুড়ো

ঘরে চিনি ছাড়া দই তৈরির পদ্ধতিঃ
•সবার প্রথমে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করুন।তারপর এই দুধটুকু ঠাণ্ডা হতে দিন।
•১ টি পাত্রে দুধ ঢেলে নিয়ে ঠাণ্ডা দুধে ৩/৪ ফোঁটা লেবুর রস দিয়ে পাত্রের মুখ পরিষ্কার পাতলা কাপড় কিংবা স্বচ্ছ প্ল্যাস্টিক দিয়ে ভালো করে বাধুন।
•তারপর এই পাত্রটি গরম কিন্তু অন্ধকার স্থানে রাতভর রাখুন। তৈরি হয়ে গেল দই।

ক্রিম তৈরির পদ্ধতিঃ
•১মই কাঠ বাদামগুলো পিষে নিন । চাইলে পাটায় বেটে নিতে পারেন। কিন্তু পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। একদম মিহি গুঁড়ো করুন।
•তারপর কাঠবাদাম গুড়ো, মধু, দই, লেবুর রস এবং হলুদ গুড়ো একসাথে ভালো করে মিশিয়ে পেস্টের মত তৈরি করেন।
•তৈরি হয়ে গেল আপনার রঙ উজ্জ্বলকারী ক্রিমটি। নিয়মিত ব্যবহারে দ্রুত ফল পাবেন।
•এই ক্রিম ফ্রিজে একটি ঢাকনাযুক্ত কৌটায় সংরক্ষণ করতে পারবেন সাত দিন।
•এই ক্রিমটা শুধু রাতে  ব্যবহার করুন। দিনে এই ক্রিম লাগাবেন না। কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে পোড়া দাগ লাগাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments