রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeনখের যত্নঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

হাতের সৌন্দর্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নখ। মেয়েরা তাদেরনখ বিভিন্ন রকম  ভাবে কাটতে ও বিভিন্ন রঙের নেইলপলিশ দিয়ে সাজাতে ভালবাসেন। কিন্তু এই নেইলপলিশ ব্যবহার নিয়ে পড়তে হয় অনেক ঝামেলায়। ভাবছেন কি ঝামেলায়? অনেক সময় নেইলপলিশ লাগাতে গিয়ে দেখা যায়  জামার রং এর নেইলপলিশ ঘরের মধ্যে নেই। আবার দোকানে গিয়ে যে কিনবেন তার ও সময় নেই। তখন উপায় কী? উপায় আছে! খুব সহজে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন পছন্দের নেইলপলিশটি।

ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ
ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

যা যা লাগবে

  • ন্যাচারাল কালার বা রঙহীন একটি নেইল পলিশ
  • পছন্দের রঙের আই শ্যাডো

যেভাবে তৈরি করবেন

– প্রথমে আই শ্যাডোকে ভালভাবে  গুঁড়ো করে নিন। যদি গুঁড়ো আই শ্যাডো থাকে তবে আর গুঁড়ো করার প্রয়োজন হবে না।

– এবার একটি কাগজ দিয়ে কোন বানিয়ে ফেলুন।

– কোনের সাহায্যে আই শ্যাডোর গুঁড়োগুলো আস্তে আস্তে করে নেইল পলিশের বোতলে ঢালুন।

– আপনি যদি আপনার নেইল পলিশে গ্লিটার দিতে চান, তবে এর সাথে গ্লিটার আই শ্যাডো ঢালুন।

– এবার নেইল পলিশের বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন। এতে করে  আই শ্যাডো ভাল করে মিশে যাবে। ৩ থেকে ৫ মিনিট ঝাঁকিয়ে নিলে ভাল ফল পাবেন।

– আপনি যদি গাঢ় রং চান তবে বেশি পরিমাণে আই শ্যাডো নিবেন। আর যদি হালকা রং পছন্দ করেন তবে অল্প আই শ্যাডো নিবেন।

– ব্যস তৈরি হয়ে  গেছে পছন্দ রঙের নেইলপলিশ।

– আপনি ইচ্ছে করলে কোনের পরিবর্তে কটন বাড দিয়ে আই শ্যাডো নেইল পলিশের কোটায় ঢালতে পারেন। তবে এতে আই শ্যাডো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনা থাকে।

– আই শ্যাডো বেশ চকচকে হয়ে থাকলে ম্যাট এফেক্ট তৈরির জন্য সাথে মিশিয়ে নিতে পারেন একটু কর্ন ফ্লাওয়ার।

এখন আর নেইল আর্টের জন্য নেইল পলিশ কেনার অপেক্ষা করতে হবে না। পছন্দের নেইল পলিশ সহজে যেকোন সময় ঘরে তৈরি করে নিতে পারএন। তবে আর দেরি কেন, শুরু করে ফেলুন এখনুই!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments