ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, তার দেশ ২০৪৫ সাল নাগাদ কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে চায়। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
আঙ্গেলা ম্যার্কেল বলেন, জলবায়ু সুরক্ষায় অন্যান্য উন্নত দেশের মতো জার্মানিরও একটি বিশেষ দায়িত্ব রয়েছে। এই কারণেই আমরা নির্গমন হ্রাসের জন্য আরও কঠিন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ২০৪৫ সাল নাগাদ আমরা জলবায়ু নিরপেক্ষ হতে চাই।
তিনি বলেন, ২০১৫ সালের প্যারিস সম্মেলনে আমরা একাধিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তার অধিকাংশই খাতা কলমে থেকে গেছে। সেগুলোর বাস্তবায়ন হয়নি। এবার আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
জার্মান চ্যান্সেলর বলেন, পুরো দুনিয়া এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে। ফলে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দরকার।
আরো পড়ুন:
ট্রাম্পের সিদ্ধান্তের জন্য বিশ্বনেতাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন
Pingback: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বেশি পড়ছে নারীর ওপর: প্রধানমন্ত্রী |