শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeআন্তর্জাতিকইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশ থেকে প্রি-অর্ডার নিচ্ছে

ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশ থেকে প্রি-অর্ডার নিচ্ছে

ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশ থেকে প্রি-অর্ডার নিচ্ছে

বাংলাদেশে আগামী বছর থেকে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ার কথা তাই ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশ থেকে প্রি-অর্ডার নিচ্ছে।

এমনই তথ্য পাওয়া যাচ্ছে স্টারলিংকের ওয়েবসাইট থেকে। শুধু তাই নয়, ইতোমধ্যে সেই ওয়েবসাইটে বাংলাদেশ থেকে প্রি-অর্ডার নেওয়াও শুরু হয়েছে।

মাস্কের একটি টুইট থেকে জানা যায়, এখন পর্যন্ত ৩২টি দেশে স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে আমেরিকার কিছু অংশ, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স এবং স্পেন।

স্টারলিংকের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, যেসব স্থানে পরিষেবা শুরু হয়ে গিয়েছে সেসব স্থান উজ্জ্বল নীল রং এবং এভেইলেবল দেখাচ্ছে। আর বাকি স্থানগুলোকে দুটি ভাগ করে একটা অংশকে ‘ওয়েটিং’ আর আরেকটি অংশকে ‘কামিং সুন’ দেখাচ্ছে।

এই কামিং সুন দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশসহ ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান ও ভারত। তবে এখানে প্রি-বুকিংয়ের জন্য খরচ পরবে ৯৯ ডলার। এছাড়া ওয়েবসাইটে উল্লেখ করা আছে কভারেজ এলাকায় যারা আগে বুকিং করবেন তারাই প্রথমে পরিষেবাটি পাবেন।

উল্লেখ্য, স্টারলিংক মূলত ইলন মাস্কের ‘স্পেস এক্স’র একটি অংশ। এর মাধ্যমে বিশ্বব্যাপী বিশেষ করে যেসব স্থানে ইন্টারনেটের গতি খুব ধীর সেখানে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে।

এখানে সাবসস্ক্রিপশন করলে ব্যবহারকারীকে একটি স্যাটেলাইট ডিশ এবং একটি রাউটার দেওয়া হবে। ডিশটি বাড়ির ছাদে লাগিয়ে তার সঙ্গে রাউটারটি সংযোগ করে দিলেই ইন্টারনেট চালু হয়ে যাবে। এটি কনফিগার করার জন্য অ্যান্ড্রয়েড এবং আইওএসে একটি অ্যাপ দেওয়া আছে।

আপাতত স্টারলিংকে ইন্টারনেটের গতি থাকবে ডাউনলোড প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিটস আর আপলোড ২০ মেগাবিটস। ল্যাটেন্সি ৩০ মিলিসেকেন্ড। তবে সবগুলো স্যাটেলাইট চালু হয়ে গেলে এর গতি দ্বিগুণ হয়ে যাবে বলে দাবি করেছেন মাস্ক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments