এবছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেলেন তিনজন অর্থনীতিবিদ। এরা হলেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস। সোমবার (১১ অক্টোবর) এখবর জানিয়েছে ইউরো নিউজ। প্রাকৃতিক পরীক্ষার জন্য এ পুরষ্কার পেয়েছেন এই তিনজন।
জানা গেছে, পুরষ্কার ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনারের অর্ধেকই পাবেন ডেভিড কার্ড। তিনি শ্রমবাজারে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব বিশ্লেষণ করেছেন। এ নিয়ে প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি। পুরষ্কারের বাকি অর্ধেক পাবেন জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস।
উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামে ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক; যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান; প্রতি বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি, সাহিত্য ও অর্থনীতি— এই ৬টি বিষয়ে যারা বিশেষ অবদান রাখবেন তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়।