কাকে বিয়ে করছেন মৌনি রয়?

এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়. ২০০৪ সালের গান সিনেমা দিয়ে অভিষেক হয় এই অভিনেত্রীর।  এরপর made-in-china,  গোল্ড, রোমিও আকবর লন্ডন কনফিডেনশিয়াল ইত্যাদি সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন.  সম্প্রতি মিউজিক ভিডিও দিল গালতি কারতা হে তে জুবিন নটিয়াল এর সঙ্গে তাকে দেখা গেছে। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে যে আগামী ২৭ জানুয়ারি ২০২২ সালের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মৌনি রয় বিয়ের স্পট আগে থেকে ঠিক করা ছিল। 

বিয়ের স্পটও ঠিক ছিল আগে থেকে। মৌনী বিয়ে করবেন দুবাই বা ইটালিতে। তবে বৌভাতের অনুষ্ঠান হবে কোচবিহারে। কারণ সেখানেই থাকেন অভিনেত্রী ও তার পরিবার।

আর বর হলেন সুরুজ নাম্বিয়ার। মৌনি রয় বিয়ে করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সুরুজ নাম্বিয়ার নামে একজন ব্যবসায়ীকে ।  গত লকডাউনের সময় দুবাইয়ে মৌনীর দীর্ঘ অবস্থানের সময় সম্পর্কে জড়ান দুজনে।

আগামীতে মৌনীকে দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট ও দক্ষিণী তারকা নাগার্জুন অভিনিত ব্রহ্মাস্ত্র সিনেমায়।

mouni roy husband কাকে বিয়ে করছেন মৌনি রয়
mouni roy husband কাকে বিয়ে করছেন মৌনি রয়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *